বালুচর

বালুচর

Jamil Sultan
_________
কে যেনো ডকে-
রোজ রাতে তার কণ্ঠে বাজে
আমার নামের ধ্বনি
বড় আহত-হৃদয় কাঁপানো
তার সুরে-সে জপে আমার
নাম...

আমার না আছে ঘর
না আছে দ্বার
জীবনের খুঁজে-জীবনহারা
একটি জীবন্তলাশ

পথের বিভাজনে বদলে গেছে
রক্তের রঙ
তুমার সুরের মধু তুমি
তুলে নাও

কবির বুকে বহতা নদী
এখন শুকনো বালুচর
কুসুমের কদর মিটাবেনা তার পিয়াস