ডাকপিয়ন

ডাকপিয়ন 


Jamil Sultan
------------------
ঘুণপোকায় কাটে আমার বেসাতির দলিল
যন্ত্রের ম্যাজিকে বিলীন হয়
বাপ-দাদার কামাই, বুরো ক্ষেতের আইল
ধরে হেঁটে আসা বণিক সখার
বার্তা বাহক ডাকপিয়ন
আজ আর দেখি না_
কালের বিশেষ নিয়মে বদলে গেছে
সোনার দিন, মাটি-মায়ার সুর...

শস্য কীর্তনের সরল মুখগুলো খুঁজে 
শুঁকে নেই পাহাড়ের ঘ্রাণ, এই শহরের
বর্ষার ঢেউ শতত শূন্যতা বাড়ায়
সূর্য ডোবার পাড়ে দাঁড়ানো পথিক!

তুমি একবার ধরিও ভালোবাসার গান...