একা পথিক
Atique Mahmud Nirjhar
একা পথে চলেছে পথিকপথের তার নাই কোন ঠিক
কালো মেঘে ঘোর আঁধার
শীতল বাতাস এই সন্ধ্যার
নেই তাড়া ঘরে ফেরার
বুকে জমা শুধু হাহাকার ।
বড় ক্লান্ত পথিক সে
জীবনের সব যুদ্ধে
পরাজিত এক সৈনিক সে ।
অসীম শুন্যতা,না পাবার যন্ত্রণা
ছাড়িয়ে যায় শত বেদনা
চাপা অভিমান,দুঃসহ আর্তনাদ
আমি’র আমি’র সাথে বিবাদ ।
আজ নেই অবলম্বন কোন
এক ঠুনকো মোড়ক যেন ।
পথিক বিষণ্ণ চোখে তাকায়
নীল আকাশের পানে
অসীম শূন্যতায় খুঁজে ফিরে
আজ জীবনের মানে... ।
দেখে না কিছুই, শুধু মেঘ ঘনকালো
সূর্যটার শেষ মলিন একটু আলো
হারিয়ে যায় আঁধারে...মিশিকালো ।
তাকায় পথিক আনমনে চারপাশে
ব্যস্ত মানুষ ছুটছে নাভিঃশ্বাসে
যান্ত্রিকতা ভরা এই শহরটাতে ।
হঠাৎ বৃষ্টি নামে,পথিককে দেয় ভিজিয়ে
বেদনাসিক্ত পথিকের চোখেও নামল ঢল
কারো চোখ তাতে হল না ছলছল ।
ঝরছে পানি অঝোরে......
কেউ বুঝলনা, কেউ দেখলনা
ওকি বৃষ্টির ফোঁটা? নাকি কান্না ??
If this poem you like ...
Contact with poet ...
In fb :
Atique Mahmud Nirjhar
No comments:
Post a Comment