একা পথিক

একা পথিক 

Atique Mahmud Nirjhar

একা পথে চলেছে পথিক
পথের তার নাই কোন ঠিক
কালো মেঘে ঘোর আঁধার
শীতল বাতাস এই সন্ধ্যার
নেই তাড়া ঘরে ফেরার
বুকে জমা শুধু হাহাকার ।

বড় ক্লান্ত পথিক সে
জীবনের সব যুদ্ধে
পরাজিত এক সৈনিক সে ।
অসীম শুন্যতা,না পাবার যন্ত্রণা
ছাড়িয়ে যায় শত বেদনা
চাপা অভিমান,দুঃসহ আর্তনাদ
আমি’র আমি’র সাথে বিবাদ ।
আজ নেই অবলম্বন কোন
এক ঠুনকো মোড়ক যেন ।

পথিক বিষণ্ণ চোখে তাকায়
নীল আকাশের পানে
অসীম শূন্যতায় খুঁজে ফিরে
আজ জীবনের মানে... ।
দেখে না কিছুই, শুধু মেঘ ঘনকালো
সূর্যটার শেষ মলিন একটু আলো
হারিয়ে যায় আঁধারে...মিশিকালো ।
তাকায় পথিক আনমনে চারপাশে
ব্যস্ত মানুষ ছুটছে নাভিঃশ্বাসে
যান্ত্রিকতা ভরা এই শহরটাতে ।

হঠাৎ বৃষ্টি নামে,পথিককে দেয় ভিজিয়ে
বেদনাসিক্ত পথিকের চোখেও নামল ঢল
কারো চোখ তাতে হল না ছলছল ।
ঝরছে পানি অঝোরে......
কেউ বুঝলনা, কেউ দেখলনা
ওকি বৃষ্টির ফোঁটা? নাকি কান্না ??

 If this poem you like ...
Contact with poet ...
In fb :
Atique Mahmud Nirjhar



 

No comments:

Post a Comment