Moner Manush

মনের মানুষ 

Atique Mahmud Nirjhar

চারিদিকে মানুষ আর মানুষ
হরেক রকমের মানুষ...
জীব মানুষ, জড় মানুষ
আসল মানুষ, নকল মানুষ
ভাবের মানুষ...উড়ায় ফানুস ।

কত রঙের মানুষ !
সাদা মানুষ, কালো মানুষ
নীল মানুষ, ধূসর মানুষ

কত ধরণের মানুষ !
ব্যস্ত মানুষ, উদাস মানুষ
খেটে খাওয়া মানুষ, বিলাসী মানুষ
সাহসী মানুষ, ভীতু মানুষ
ক্ষুধার্ত মানুষ, শীতার্ত মানুষ
অসহায় মানুষ, ক্লান্ত মানুষ
শুধু মানুষ আর মানুষ ।

লোভী মানুষ, হিংস্র মানুষ
পাপী মানুষ, কেউ কাপুরুষ,
ক্লীব মানুষ, মূর্খ মানুষ
মাতাল মানুষ, নষ্ট মানুষ
অন্ধকার মানুষ, ভাবে নিষ্কলুস ।
মানুষ, মানুষ, এত মানুষ !

এত বিচিত্র সব মানুষের ভীড়ে
খুঁজে ফিরি মনের মানুষটারে
ক্লান্ত পা, বিষণ্ণ মন
ঝাপসা চোখ খোঁজে সারাক্ষণ ।
পাইনি তারে আজও না...
পাব কিনা... জানি না ।

This post is created By

Atique Mahmud Nirjhar

For contact with Atique Mahmud Nirjhar in Email Log on:

atique.mahmud@yahoo.com



 

No comments:

Post a Comment