সাবাস বুয়েটিয়ান
Atique Mahmud Nirjharতোরা আজ জিতে গেছিস
একহাত সবাইকে দেখিয়ে দিয়েছিস
তোরা ন্যায় আর সত্যের পথে
চলতে পারিস এক সাথে ।
মিলিয়ে হাতে হাত, রেখে কাঁধে কাঁধ
তোরা জেগে থাকিস... সারা রাত
রেজিস্টার ভবন, ক্যাফেটেরিয়াতে ।
ঠায় বসে থাকিস খেয়ে, না খেয়ে
CT, Assignment সব জলাঞ্জলি দিয়ে
সব ক্লান্তি ঝেড়ে ফেলে দিয়ে,
একটাই শপথ নিয়েছিলি বুকে
এই বর্বরতা তোরা দিবি রুখে ।
তীব্র শীতের রাতে হোস নি কাবু
কোন কুলাঙ্গারের টুঁটি চেপে ধরতে
তোদের বুক কাঁপে নি কভু
আশার প্রদীপ যখন নিভু নিভু,
বেহায়াদের ছিল না কোন ভয়
শ্রদ্ধা আর সম্মান হল ভুলুন্ঠিত ।।
কিন্তু না,
এ লজ্জা তোরা মানিস নি
মানতে পারিস নি কিছুতেই,
তোরা জেগে উঠলি সবাই
দিলি ধিক্কার, তীব্র ধিক্কার
দাবি শুধু একটাই
আজীবন বহিস্কার ।।
হাজার বুয়েটিয়ানের দাবি পেল প্রতিষ্ঠা আজ
সারা দেশের মানুষ আজ হতবাক
কেউবা বিস্ময়ে নির্বাক...!
তোরা অশান্ত, দুর্নিবার, তোরা নির্ভিক
তোদের ভয়ে ভীত আজ সব দাম্ভিক
খুলে দিয়েছিস ছাত্রবেশী কুকুরদের লেবাস
হে বুয়েটিয়ান......... সাবাশ ।।
This post is created By
Atique Mahmud Nirjhar
For contact with Atique Mahmud Nirjhar in Email Log on:
atique.mahmud@yahoo. com
No comments:
Post a Comment