কমল মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খোঁজে আমাকে, যে খোঁজে আমাকে......
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই,সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
অশ্রু বিভোর তবু জানে না কেন সে কাঁদে...।
ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিনটাই, চিলেকোঠা জলে জলমল
বৃষ্টি ধোয়া আকার, কার মিশে কার কার, একা কে দাঁড়িয়ে অসময়
ওকে লাগে ভয় আমায়, কাছে গিয়ে কেন আবার আসি ফিরে
সিক্ত শরীরে......
বৃষ্টি বড় সুখ খোঁজে, দৃষ্টি কোন সুখ খোঁজে
তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদীতিরে...????
No comments:
Post a Comment