ফেলে এলেম তোমায়

ফেলে এলেম তোমায়

Ruksana Rafiq
---------------------
শেষ বিকেলের সোনালী আলোয়
মায়াবতী নদীতীরে ফেলে এলেম তোমায়
যোজন যোজন দূরে, হে ভালোবাসা।
পরশে তোমার শিহরিত তনুমন
অনুক্ষন অকারণ হরষিত মাধবীকূঞ্জে।
জোছনালোকের আভায় আলিঙ্গনের
সুখ শিহরিত স্পর্শে অমরাবতীর নন্দিত
ফল্গুধারা বহমান শিরায় শিরায়।

তোমার আবেগী ছোঁয়ায়
আরব্য রজনীর সহস্র রাত্রি কেটে যায়
এক লহমায়। রাতজাগা চাঁদের লুকোচুরি আলোয়
ভেসে যায় দুটি তনুমনে অস্তিত্ত্বের সুকঠিন দেয়াল।
দিগন্তে ভোর হয়ে আসে দূরগামী ট্রেনের শেষ হুইসেলে,
যা তোমায় নিয়ে যাবে সহস্র আলোকবর্ষ পরের
স্টেশনে দৃষ্টির আড়ালে।

তবু লেগে রয় অভ্রকণার মতো স্ফটিকোজ্জল
সম্মোহিত স্পর্শসুখের আবেশ তোমার-আমার প্রাণে,
যাকে ছোঁয়ার সাধ্য নেই মৃত্যুর হিমশীতল
বজ্রকঠোর রাহুগ্রাসের অমোঘ নিয়তির।।