বিবর্ণ ধূসর

বিবর্ণ ধূসর

Wednesday, February 15, 2012 at 3:29am ·
একদিন থাকবে না তুমি; আমিও
যত মিথ্যে আশার বেড়াজাল
ভালো থাকার অভিনয়ে ক্লান্ত
বড় বিধ্বস্ত ভেতরের কংকাল ।
সব মিলিয়ে যাবে অদৃশ্যে
তলাবে সব অনস্তিত্ত্বের গ্রাসে
ভেঙে যাবে ভেতরের দেয়াল ।

মহাকালের স্রোতে যত কথা
যত গান আর হাসি-আলোড়ন
সব ধুয়ে যাবে, মুছে যাবে চিরতরে
রাখবে না মনে কেউ
কারও কোন বৃথা আস্ফালন ।
যত যাতনা যাবে সব মিশে
কালের অতল-গভীর তলে ।

তোমার হাসি হারাবে শীতল আঁধারে
ঐ শান্ত বিষণ্ন চাউনি শূন্যে খুঁজবে
আমার না বলা কথা যত... ছড়াবে অসীমে
অস্ফুট কান্নার শব্দ স্তিমিত ক্রমশ
চাওয়াগুলো মেলাবে বিবর্ণ ধূসরে ।

হয়ত এই লেখাটা থেকে যাবে
ভুল করে কেউ পড়েও ফেলবে...
আমার ভেতরের আমি কি বলতে চায়
হয়ত বুঝবে...কিংবা কে জানে !
হয়ত বুঝেও বুঝবে না...ঠিক তোমার মত ।

This post is created By

Atique Mahmud Nirjhar

For contact with Atique Mahmud Nirjhar in Email Log on:

atique.mahmud@yahoo.com

No comments:

Post a Comment