একটি রাসায়নিক প্রলাপ
Sunday, January 22, 2012
প্রথম তোমায় দেখে হয়েছিল মনের
ত্বরিত বিগলন ।
ইলেকট্রোড বিনা হয়েছিল হৃদয়ের
আর্দ্র-বিশ্লেষণ ।
ভালোলাগার ইলেকট্রন দিয়ে তোমায়
ভেবেছিলাম করবে গ্রহণ
অনুভূতির রাসায়নিক বিক্রিয়ায়
হবে জারণ-বিজারণ ।
হবে তোমার সাথে কর্ণ সম্পর্ক
অথবা হব দুজন একি গ্রূপভুক্ত
কিংবা অটুট আয়নিক বন্ধন
উচ্চ তাপমাত্রায়ও হবে না স্ফুটন ।
হল ভালোবাসার ঊর্ধপাতন ।
বুঝিনি ল্যাটিস শক্তি ছিলনা কভু
নিশাদলের মতই উবে গেল শুধু...।
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নও তুমি
আগে তো তা বুঝিনি আমি
সময়ের ফেরে কোথায় হারাল
আজ প্রমাণ দ্রবণখানি !
বুঝলাম টাইট্রেশনে আমি
200% ভেজাল তুমি ।
এ রসায়নে ছিল না কোন equilibrium
গলে যাওয়া মন শুধু, যেমন Cesium
Kc, Kp এর মান বড় negligible
Catalyst, promoter নয় available
ছিলনা কোন Energy -র Activation
Solvent, solute এ হয়নি solution
Temperature নয় সে তো Optimum
বেড়েছে দূরত্ব কেবল...অবিরাম ।
ভালোবাসার গভীরতার করিনি
কোন লিটমাস test
ভাবতাম এইত আছি বেশ
স্বার্থের টান পড়ল যখন
বুঝলাম সবই হল শেষ
ভাবিনি তীব্র নিরুদক H2SO4 তুমি
করবে ভেতরটা ধুধু মরুভূমি ।
আমি সাদাসিধা মানুষ- অ্যালিফেটিক
তোমার জিলাপির প্যাঁচ- অ্যা্রোমেটিক
বুঝেছি আমাদের হবেনা মিলন
হলনা মুখোমুখি,পাশাপাশি অধিক্রমণ
প্রেমের অরবিটালে বৃথাই সংকরণ ।
মন তোমার যেন delocalized electron
Best option খুঁজে ফিরে সারাক্ষণ ।
শুধু তোমার নিজের Stability অর্জন
জীবনের বাত্যাচুল্লিতে আমায় বিসর্জন ।
স্বপ্ন তোমার থাকবে বাড়ি, চড়তেই হবে গাড়ি
iso-octane জ্বালানি তার ...যত তাড়াতাড়ি
knocking বিহীন ইঞ্জিন হবে, করবে না খুটখাট
আমি যেন n-heptane, কি আপদ! দূরে ভাগ...
বহুরূপী তুমি, আছে পরিবর্তনশীল যোজনী,
সুপ্ত,কখনও সক্রিয়; ঠিক যেন সালফার
দুই, কখনও ছয়, কখনো বা চার ।
বুকের দহন তাপের মান বড় বেশি
কষ্টের pH বাড়ছে , 14 এর কাছাকাছি ।
ত্বরিত বিগলন ।
ইলেকট্রোড বিনা হয়েছিল হৃদয়ের
আর্দ্র-বিশ্লেষণ ।
ভালোলাগার ইলেকট্রন দিয়ে তোমায়
ভেবেছিলাম করবে গ্রহণ
অনুভূতির রাসায়নিক বিক্রিয়ায়
হবে জারণ-বিজারণ ।
হবে তোমার সাথে কর্ণ সম্পর্ক
অথবা হব দুজন একি গ্রূপভুক্ত
কিংবা অটুট আয়নিক বন্ধন
উচ্চ তাপমাত্রায়ও হবে না স্ফুটন ।
হল ভালোবাসার ঊর্ধপাতন ।
বুঝিনি ল্যাটিস শক্তি ছিলনা কভু
নিশাদলের মতই উবে গেল শুধু...।
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নও তুমি
আগে তো তা বুঝিনি আমি
সময়ের ফেরে কোথায় হারাল
আজ প্রমাণ দ্রবণখানি !
বুঝলাম টাইট্রেশনে আমি
200% ভেজাল তুমি ।
এ রসায়নে ছিল না কোন equilibrium
গলে যাওয়া মন শুধু, যেমন Cesium
Kc, Kp এর মান বড় negligible
Catalyst, promoter নয় available
ছিলনা কোন Energy -র Activation
Solvent, solute এ হয়নি solution
Temperature নয় সে তো Optimum
বেড়েছে দূরত্ব কেবল...অবিরাম ।
ভালোবাসার গভীরতার করিনি
কোন লিটমাস test
ভাবতাম এইত আছি বেশ
স্বার্থের টান পড়ল যখন
বুঝলাম সবই হল শেষ
ভাবিনি তীব্র নিরুদক H2SO4 তুমি
করবে ভেতরটা ধুধু মরুভূমি ।
আমি সাদাসিধা মানুষ- অ্যালিফেটিক
তোমার জিলাপির প্যাঁচ- অ্যা্রোমেটিক
বুঝেছি আমাদের হবেনা মিলন
হলনা মুখোমুখি,পাশাপাশি অধিক্রমণ
প্রেমের অরবিটালে বৃথাই সংকরণ ।
মন তোমার যেন delocalized electron
Best option খুঁজে ফিরে সারাক্ষণ ।
শুধু তোমার নিজের Stability অর্জন
জীবনের বাত্যাচুল্লিতে আমায় বিসর্জন ।
স্বপ্ন তোমার থাকবে বাড়ি, চড়তেই হবে গাড়ি
iso-octane জ্বালানি তার ...যত তাড়াতাড়ি
knocking বিহীন ইঞ্জিন হবে, করবে না খুটখাট
আমি যেন n-heptane, কি আপদ! দূরে ভাগ...
বহুরূপী তুমি, আছে পরিবর্তনশীল যোজনী,
সুপ্ত,কখনও সক্রিয়; ঠিক যেন সালফার
দুই, কখনও ছয়, কখনো বা চার ।
বুকের দহন তাপের মান বড় বেশি
কষ্টের pH বাড়ছে , 14 এর কাছাকাছি ।
This post is created By
Atique Mahmud Nirjhar
For contact with Atique Mahmud Nirjhar in Email Log on:
atique.mahmud@yahoo. com


No comments:
Post a Comment