মনের কথা

                                                      মনের কথা

                                                                                                    29 / 02 / 2012 real time
কাউকে মনের কথা বললে,
ফুল হয়ে ফুটে উঠে তার হৃদয় বাগিচায়;
আবার কারো কাঁটা হয়ে বিঁধে-
তার সুকোমল হৃদয় করে রক্তাক্ত!
কথা ফুটিয়ে তোলে কারো মনে-
... চিরন্তন সৌন্দর্য়; আবার-
কাউকে দেয় রক্ত খরনের যন্ত্রনা!
আমি চাইনা তোমাকে আমার মনের
কথা বলে- তোমার অন্তরের কাঁটা হয়ে-
নিজেকে অভিশপ্ত করতে!
আমার ভালবাসার পরশকে
তুমি যদি অমযর্দা কর,
সেই ভয়ে কোন দিনও বলবোনা-
তোমাকে আমার মনের কথা;
বরং, নিরবে নিভৃতে ফোটাবো-
মনের কথার ফুল আপন হৃদয় বাগিচায়,
আর অপেক্ষা করবো অনন্তকাল ধরে-
তোমার পথ পানে চেয়ে-
তোমারই আশায় আশায়।
তোমার যদি চোখ থাকে,
আমার ভালবাসায় তোমার-
হৃদয় পাত্র যদি পূর্ণ হয় কোনদিন,
-আমার হৃদয় বাগানে এসো,
রঙ্গীন চোখে দেখো আমার মনের কথার ফুল,
সৌরভ নিও হৃদয় ভরে, আর
কণ্ঠে পরো মনের কথার মালা।

No comments:

Post a Comment