মা তোমার কোলে


মা এই পৃথিবীর আলো হাওয়া
মাগো তোমার জন্য পাওয়া,
মা যদি হয় মনের মতন
তবে স্বাথক হয় জীবন,
মা যে আমার মনের মতন
... এ জীবনে তাই চাইনা মানিক রতন,
মাগো তোমার মাঝে পাই যে সুখ
তাতে দূর হয়ে যায় মনের সব দুখ,
মাগো তোমায় পেয়ে ধন্য এ জীবন
তোমার কোলে হয় যেন আমার মরণ ।

No comments:

Post a Comment