এখন মানুষের মন,
যেন ভীরুর শাসন।
এখন কেউ কয় না,
সত্তের পক্ষে কথা,
তাই বাড়ছে ধরণীতে,
মিথ্যার অরাজকতা।
মানুষ হয়ে মানুষের প্রতি,
নেই কোন মায়া,মমতা
এদের দেখে, কেউ কয় না তো,
সাহসের কথা।
ওরে ভীরুর দল,
তোরা বাঁচবি এভাবে,
কত কাল বল।
তোদের করবেই,
শত্রুরা হানা,
যত দিন তোরা,
সাহসী হবি না।
তোরা ফিরে আয়,
সত্তের পথে ,
মিথ্যাকে নিয়ে আয়,
ধ্বংসের রথে।
SABUZSHAIKOT
যেন ভীরুর শাসন।
এখন কেউ কয় না,
সত্তের পক্ষে কথা,
তাই বাড়ছে ধরণীতে,
মিথ্যার অরাজকতা।
মানুষ হয়ে মানুষের প্রতি,
নেই কোন মায়া,মমতা
এদের দেখে, কেউ কয় না তো,
সাহসের কথা।
ওরে ভীরুর দল,
তোরা বাঁচবি এভাবে,
কত কাল বল।
তোদের করবেই,
শত্রুরা হানা,
যত দিন তোরা,
সাহসী হবি না।
তোরা ফিরে আয়,
সত্তের পথে ,
মিথ্যাকে নিয়ে আয়,
ধ্বংসের রথে।
SABUZSHAIKOT

No comments:
Post a Comment