'নিষ্পাপ অপরাধ '

"নাইবা দিলে ভালোবাসা
মনটা দিলে নাইবা
ভালোবাসি বেসে যাব
কেমন করে সইবা ।।
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
দেখব আরও হাজার
পারলে এসে ঠেকাও তুমি
সাধ্য কত তোমার ??
স্বপ্ন মাঝে তুমি আমি
বটমূল টি.এস.সি
ঘুরে বেড়াই হাতটি ধরে
তোমায় ভালবাসি ।।
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
কোন অজানায়
দিঘীর জলে পা ভিজিয়ে
ভাসব পূর্ণিমায় ।।
স্বপ্ন দেখি তোমার কোন
হঠাৎ আগমন
বাসন্তী রঙ শাড়ী পড়ে
করছ আলিঙ্গন ।।
"
 
আমাদের প্রথম গান । শাকিরের লেখা, আমার সুর, গাওয়া । গিটারে অনিক । গানের নাম 'নিষ্পাপ অপরাধ ' । গানের কথাগুলা এরকম ।
 for this song video click here

No comments:

Post a Comment