আলট্রা মর্ড্যান যুগের আধুনিক মেয়ে,
কোমড় ছুতে পারেনি তোমার কেশ।
তবুও তোমায় লাগছে দারুন,
অর্পূব সাজ পোষাকে মানিয়েচে বেশ।
খোলা আকাশে তুমি উরন্ত পাখি,
মুক্ত বিহঙ্গে চঞ্চল ডানা মেলে।
যৌবনা আহবান অঝরে ঝরিয়ে,
তোমার অঙ্গের প্রতিটি ভাজ খেলে।
চোখের যাদুর অদৃশ্য আকর্ষন,
বাতাসকে করে দেয় মাতাল।
ভালবাসা জন্ম নেয় অনাবরত,
হৃদয়কে করে তোলে উত্তাল।
By :
- কাজী আনিসুল হক
কোমড় ছুতে পারেনি তোমার কেশ।
তবুও তোমায় লাগছে দারুন,
অর্পূব সাজ পোষাকে মানিয়েচে বেশ।
খোলা আকাশে তুমি উরন্ত পাখি,
মুক্ত বিহঙ্গে চঞ্চল ডানা মেলে।
যৌবনা আহবান অঝরে ঝরিয়ে,
তোমার অঙ্গের প্রতিটি ভাজ খেলে।
চোখের যাদুর অদৃশ্য আকর্ষন,
বাতাসকে করে দেয় মাতাল।
ভালবাসা জন্ম নেয় অনাবরত,
হৃদয়কে করে তোলে উত্তাল।
By :
- কাজী আনিসুল হক
No comments:
Post a Comment